ধর্মপাশা প্রতিনিধি
ধর্মপাশা উপজেলার জয়শ্রী ইউনিয়নের সরস্বতীপুর গ্রামে সংঘর্ষের ঘটনা ঘটে। ছবি : কালবলা গ্রাফিক্স
জমির সীমানা নির্ধারণকে কেন্দ্র দুই পক্ষের মধ্যে সংঘর্ষে নারী পুরুষসহ অন্তত ৩০ জন আহত হওয়ার ঘটনা ঘটেছে। সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার জয়শ্রী ইউনিয়নের সরস্বতীপুর গ্রামের সামনে থাকা গুরমার হাওরে এ ঘটনা ঘটে।
বৃহস্পতিবার (২১ মার্চ) বিকেলে পূর্ব বিরোধের জেরে সংঘর্ষে আহত ১০ জনকে ওইদিন রাতেই ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল ও চারজনকে ধর্মপাশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
আহত ১০ জনকে স্থানীয় লোকজন রাত পৌনে ৯টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে নিয়ে আসেন। এদের মধ্যে প্রাথমিক চিকিৎসা দিয়ে গুরুতর আহত গোলাম মৌলা, মান্নান মিয়া, জৈন উদ্দিন, তামীম মিয়া, নূর আলম, হাবিবুর রহমান, আলী রহমান, সাজিবুল, আতাবুর মিয়া, আমির হোসেনকে রাতেই ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এ ছাড়া আমাদুল, অলিনুর, আনোয়ার ও জ্যোস্না- এই চারজনকে ধর্মপাশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। আহত অন্যান্যরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।
ফসলি জমি নষ্ট করে পুকুর খননের অভিযোগ
এলাকাবাসী ও ধর্মপাশা থানা পুলিশ সূত্রে জানা গেছে, উপজেলার জয়শ্রী ইউনিয়নের সরস্বতীপুর গ্রামের বাসিন্দা গোলাম মৌলা (৬০) ও একই গ্রামের আজাদ মিয়া (৩৫)’র দুই পক্ষের বোরো জমির সীমানা নির্ধারণ, মসজিদের পরিচালনা কমিটি গঠনসহ পারিবারিক নানা বিষয়কে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল।
আহতরা হলেন, গোলাম মৌলা (৬০), হাবিবুর রহমান (৪০), মান্নান মিয়া (৬০), আমির হোসেন (৩০), তামীম মিয়া (২৫), আনোয়ার হোসেন (৩০), সাজিবুল (২৩), জৈন উদ্দিন (৫০), আলী রহমান (৪০), আতাবুর মিয়া (৪০), শফিক মিয়া (৩০), সালমান মিয়া (২৫), কিবরিয়া (৩০), নূর আলম (৩০), পারভীন (৪০), অলিনূর (৩০), শাহীদ মিয়া (৫০), আল আমিন (৩২), শাহীন মিয়া (২৫), আজাদ মিয়া (৩৫), আমাদুল (১৬), জ্যোস্না (৩৫) সহ অন্তত ৩০জন আহত হন।
ধর্মপাশা থানার এসআই আবদুস সবুর মিয়া বলেন, পূর্ব বিরোধের জেরে এ সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় লিখিত অভিযোগ এখনও আমরা পাইনি। অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।