স্টাফ রিপোর্টারঃ
স্বপ্ন চুড়া স্পোর্টিং ক্লাবের প্রতিষ্ঠা সদস্য প্রমীলা ফুটবলার মৌ রানী দাস মৌসুমীর (১৮)আত্মহত্যার খবর পাওয়া গেছে। এ খবর কে ঘিরে এলাকায় শোকের ছায়া নেমেছে। বৃহস্পতিবার সকাল ৯টার দিকে নিজ বাড়ির কাচারি ঘরের গলায় উড়না পেঁচিয়ে ফাঁসি লাগিয়ে আত্মহত্যা করেছে বলে জানা যায়।
সে সুনামগঞ্জের দিরাই উপজেলার তাড়ল ইউনিয়নের ভাঙ্গাডহর গ্রামের সুষেন দাসে কনিষ্ঠ মেয়ে। মৌ’র বাবা সুষেন দাস জানান, ঘুম থেকে উঠে পরিবারের সবার সাথ সকালের নাস্তা ও খাওয়া দাওয়া করেছে, আমিও হাওরে ক্ষেতে (জমিতে) কাজে গেছি। ১০ টার দিকে আমার মেয়ের এমন মৃত্যুর সংবাদ শুনে আমি বাকরুদ্ধ। আমার মেয়ের খুব স্বপ্ন ছিল সে একজন জাতীয় ফুটবলার হতে। আমিও তার স্বপ্ন পূরণে যথাসাধ্য চেষ্টা করছিলাম। জানা যায়, দিরাই স্বপ্ন চুড়া স্পোর্টিং ক্লাবের মধ্য দিয়ে তার ফুটবল ক্যারিয়ার শুরু হলেও উপজেলা, জেলা,বিভাগীয় পর্যায়ে অনেকটা সাফল্য রয়েছে মৌ দাসের। সে ঢাকার ফুটবল লীগেরও নিয়মিত খেলোয়াড় ছিল। একই ক্লাবে এক সাথে খেলার সাথী সুর্বনা আক্তার ইমা সহপাঠীর মর্মান্তিক মৃত্যুতে শোকাভিভূত হয়ে জানায়,মৌ খুব ভালো প্লেয়ার ছিল। এক সাথে দীর্ঘদিন খেলেছি। কুমিল্লায় বিকেএসপির টিমে এক মাস কাটিয়েছি। জাতীয় ফুটবলার হতে তার স্বপ্ন ছিল। তার সেই স্বপ্ন পূরণ হয়নি। তার আত্মার চিরশান্তি কামনা করছি।শোকে বিহ্বলিত মৌ দাসের মা কান্না জড়িত কন্ঠে জানান,অনেক বড় স্বপ্ন ছিল মেয়ের। সে জাতীয় ফুটবলা টিমে খেলার স্বপ্ন দেখতো। আমাকে বলতো মা একদিন বড় ফুটবলার হবো। সে সিলেট, ঢাকায় ফুটবল খেলে সুনাম খুড়িয়েছে। জাতীয় লীগ ফুটবলের সদস্য লাভ করেছে। আগামী সাফ ফুটবল খেলায় তার অংশ গ্রহণের সিলেট থেকে নিয়মিত ফুটবল প্রেকটিস করত বলে জানান মৌ দাসের মা।
এ ব্যপারে দিরাই থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুর রাজ্জাক জানান,খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ হাসপাতালে পাঠানো হয়েছে।