স্টাফ রিপোর্টারঃ-
জগন্নাথপুর উপজেলার রানীগঞ্জ ইউনিয়নের কুবাজপুর আহমদাবাদ গ্রামের শাহ নেওয়াজ চৌধুরীর বসত বাড়ি ভেঙ্গে ফেলার প্রতিবাদে জনতার মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে।
আজ রবিবার দুপুরে এলাকাবাসীর আয়োজনে শিবগঞ্জ বাজারে বিপুল সংখ্যক লোকজনের অংশ গ্রহনে এ মানববন্ধন কর্মসূচী পালন করা হয়।
মানবন্ধনে বক্তব্য রাখেন শাহ নেওয়াজ চৌধুরীর স্ত্রী সুহেনা চৌধুরী, রিজু মিয়া, খলিল চৌধুরী, সুহেল মিয়া, নিজাম মিয়া, ছবির মিয়া, লুবন চৌধুরী, প্রবীর দাশ প্রমূখ।
বক্তারা বলেন, কুবাজপুর আহমদাবাদ গ্রামের সমাজসেবক দানশীল ব্যাক্তি শাহ নেওয়াজ চৌধুরী প্রায় বছর খানেক পূর্বে মৃত্যু বরন করেন। একই গ্রামের আফাজ চৌধুরী ও এনামুল হক গংরা শাহ নেওয়াজ চৌধুরীর স্ত্রী সুহেনা চৌধুরীর কাছে চলতি বছরের ২ সেপ্টেম্বর ১০লক্ষ টাকা চাদাদাবী করেন। তাদের কথা মত সুহেনা চৌধুরী দাবীকৃত টাকা না দেয়ায় গত ৩ সেপ্টেম্বর তার বসত ঘরের মধ্যে থাকা নগদ টাকা, স্বর্নালংকার সহ সমস্ত মালামাল লুট করে নিয়ে এস্কেভেটার মেশিন দিয়ে সম্পূর্ন বসতঘরটি ভেঙ্গে মাটির সাথে গুড়িয়ে দেয়।
শাহ নেওয়াজ চৌধুরীর বসত ঘরটি ভেঙ্গে অনুমান ৬০ লক্ষ টাকার ক্ষতি হয়েছে । দিন দুপুরে এভাবে ঘরের মালামাল লুটপাট করে ঘরটি ভেঙ্গে ফেলা অত্যন্ত দুঃখজনক। বক্তারা এঘটনার তীব্র নিন্দা জানিয়ে জড়িতদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানানো হয়।
এঘটনায় সুহেনা আক্তার চৌধুরী দাবী হয়ে প্রতিপক্ষ আফাজ চৌধুরীকে প্রধান আসামী করে ১১জনের নাম উল্লেখ করে জগন্নাথপুর থানায় মামলা দায়ের করা হয়। মামলা নং ০৭।