স্টাফ রিপোর্টারঃ
সাবেক পরিকল্পনা মন্ত্রী ও সুনামগঞ্জ -৩ আসনের সাবেক সংসদ সদস্য এম এ মান্নানকে গ্রেফতার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) রাত সাড়ে ১০ টার দিকে শান্তিগঞ্জের হিজল খরচ বাড়ি থেকে গোয়েন্দা পুলিশ ও জেলা পুলিশ অভিযান পরিচালনা করে সাবেক এই মন্ত্রীকে গ্রেফতার করে।
পুলিশ জানায়, বৈষম্যবিরোধী আন্দোলনের শিক্ষার্থীদের উপর হামলা ও সংঘর্ষের ঘটনায় আহত শিক্ষার্থীর ভাই হাফিজ আলী বাদী হয়ে সুনামগঞ্জ দ্রুত বিচার আদালতের বিচারক নির্জন মিত্রের আদালতে এ মামলা দায়ের করেন। সেই মামলায় সাবেক পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নানকে আজকে রাতে গ্রেফতার দেখানো হয়েছে।
সূত্রে জানা যায়, তিনি ৫ আগস্টের পর থেকে শান্তিগঞ্জে তার নিজ বাড়ি হিজল করছে বসবাস করছিলেন। বিগত উপজেলা পরিষদ নির্বাচনে তার ছেলে সাদাত মান্নান অভি শান্তিগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে নির্বাচিত হন। পরে সরকার পতনের পর তিনি পালিয়ে যুক্তরাজ্য চলে যান।
সুনামগঞ্জের পুলিশ সুপার আ ফ ম আনোয়ার হোসেন খান গ্রেফতার সত্যতা নিশ্চিত করে বলেন, শিক্ষার্থীদের উপর হামলার ঘটনা এম এ মান্নান কে গ্রেফতার করে সুনামগঞ্জ সদর থানায় রাখা হয়েছে। তিনি এ মামলায় এজাহার ভুক্ত আসামি। আমরা তাকে আগামীকালকে যত দ্রুত সম্ভব আদালতে সোপর্দ করবও। বিভিন্ন তথ্যের জন্য সাবেক এ পরিকল্পনা মন্ত্রীর রিমান্ড চাওয়া হবে।