স্টাফ রিপোর্টারঃ-
আর্ত মানবতার সেবায় প্রতিষ্ঠিত সুনামগঞ্জ জেলার জগন্নাথপুরের মাতৃভূমি ফাউন্ডেশনের উদ্যােগে এক ঝাক তরুন সমাজকর্মীদের স্বেচ্ছাসেবীর মাধ্যমে বন্যা দুর্গত এলাকায় ক্ষতিগ্রস্ত মানুষজনদের মধ্যে খাদ্য সামগ্রীসহ ওরস্যালাইন ও প্যারাসিটামল বিতরণ কার্যক্রম অব্যাহত রেখেন।
প্রায় একটানা ১০দিন ধরে সমাজকর্মী রাসেল বকস সহ এক ঝাক স্বেচ্ছাসেবী মানবতার ফেরিয়ালা হয়ে বন্যা দুর্গত এলাকায় তাদের ত্রান কার্যক্রম চালিয়ে যাচ্ছেন।
ত্রান কার্যক্রম বিতরণের ৬ষ্ট দিনে কুমিল্লা জেলায় মনোহরগঞ্জ উপজেলার বিপুলাশার ইউনিয়নে ৭শত পরিবারের মাঝে বিরিয়ানি বিতরণ ৭ম দিনে চাঁদপুর জেলার সারাস্ত্রী উপজেলায় ১শত পরিবারে মাঝে এক সপ্তাহের বাজার, ৮ম দিনে নোয়াখালী জেলার চাটখিল উপজেলার নোয়াখাল ইউনিয়নের ১শত পরিবারের মাঝে এক সপ্তাহের বাজার উপহার সামগ্রী হিসেবে পৌছে দেন মাতৃভূমি ফাউন্ডেশনের স্বেচ্ছাসেবী নেতৃবৃন্দ।
বিতরণকালে মাতৃভূমি ফাউন্ডেশের সেচ্চাসেবক তরুন সমাজকর্মী রাসেল বকস, সাব্বির আহমেদ, শাহ শাকিব আহমেদ, তাকবির আহমেদ, পারভেজ আহমেদ সোহাগ উপস্থিত ছিলেন।
এদিকে বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের লোকজন এ বিপুল পরিমাণ খাদ্য সামগ্রী পেয়ে আল্লাহর নিকট শুকরিয়া আদায়ের পাশাপাশি মাতৃভূমি ফাউন্ডেশনের স্বেচ্ছাসেবীদের দীর্ঘায়ু কামনা করেন।
গত ২৬ আগষ্ট থেকে মাতৃভূমি ফাউন্ডেশনের উদ্যােগে বন্যা দুর্গত এলাকায় এ খাদ্য সামগ্রীসহ ওরস্যালাইন ও প্যারাসিটামল বিতরণ অব্যাহত রয়েছে।