1. jagannathpurerkhabor@gmail.com : admin :
  2. gobindo83@gmail.com : Gobindo Deb : Gobindo Deb
  3. humayon1985@gmail.com : Humayon Ahmed : Humayon Ahmed
  4. jamaluddibela1983@gmail.com : Jamal Uddin Belal : Jamal Uddin Belal
১৫ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ| ৩১শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ| শরৎকাল| রবিবার| রাত ৩:৩৭|
শিরোনাম
জগজগন্নাথপুরে তিন দিন ধরে নিখোঁজ লুদু মিয়া জগন্নাথপুরে জামায়াতে ইসলামীর উদ্যোগে বন্যার্ত পরিবারের মধ্যে অনুদান প্রদান ও মতবিনিময় সভা জগন্নাথপুরে কুশিয়ারা নদীতে ড্রেজার দিয়ে বালু উত্তোলন ভাঙ্গনের ঝুঁকিতে শতাধিক বসতবাড়ি জগন্নাথপুরে ইকড়ছই মাদরাসায় দরিদ্র ছাত্র ছাত্রীদের মধ্যে পাঞ্জাবি ও বোরকা বিতরণ জগন্নাথপুরের রানীগঞ্জ ইউনিয়ন বিএনপির মতবিনিয়ম সভা অনুষ্ঠিত জগন্নাথপুরে বকেয়া বেতন ভাতার দাবিতে বৈষম্যের শিকার কলেজ শিক্ষকদের মানববন্ধন ফেনী ও নোয়াখালী জেলার ৫শতাধিক পরিবারে নগদ অর্থ ও খাদ্য সামগ্রী বিতরণ জগন্নাথপুর উপজেলা ও পৌর যুবদলের মতবিনিময় সভা অনুষ্টিত জগন্নাথপুরে গরুকে গোসল করাতে গিয়ে পানির স্রোতে নিখোঁজ হওয়া যুবকের লাশ ভেসে উঠেছে জগন্নাথপুরে ভয়াবহ বিদ্যুৎ বিপর্যয় ১২ ঘন্টার মধ্যে ৬ ঘন্টাও মিলছেনা বিদ্যুৎ 

”শিক্ষক সমন্বয় পরিষদ, জগন্নাথপুর’ এর কমিটি গঠন

রিপোর্টার
  • আপডেটের সময় : বুধবার, আগস্ট ২৮, ২০২৪,
  • 160 দেখা হয়েছে

জগন্নাথপুর উপজেলাধীন মাধ্যমিক স্কুল সমিতি ও মাদরাসা শিক্ষক সমিতির যৌথ উদ্যোগে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার ২৮ আগস্ট বিকেল ৩ টায় পৌর শহরের আব্দুস সোবহান উচ্চ বিদ্যালয়ে স্কুল সমিতি’র সভাপতি  মোঃ শব্বির আহমদ চৌধুরীর সভাপতিত্বে ও মাদরাসা সমিতি’র সাধারণ সম্পাদক সৈয়দপুর সৈয়দীয়া শামছিয়া সিনিয়র মাদরাসার অধ্যক্ষ ড. সৈয়দ রেজওয়ান আহমদের সঞ্চালনায় এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সভায় বক্তারা জগন্নাথপুর উপজেলাসহ দেশের বিভিন্ন এলাকায় শিক্ষা প্রতিষ্ঠান প্রধান ও শিক্ষকবৃন্দের সাথে অসৌজন্য মূলক আচরণের তীব্র নিন্দা জানান। শিক্ষক হলেন মানুষ গড়ার কারিগর উল্লেখ করে বক্তারা বলেন একজন শিক্ষার্থী প্রকৃত মানুষ হয়ে ওঠার পেছনে পিতা-মাতার চেয়ে শিক্ষকদের অবদান কোন অংশে কম নয়। অথচ বর্তমান সময়ে শিক্ষার্থী কর্তৃক শিক্ষকবৃন্দের সাথে যেসব আচরণ দেখাচ্ছে, কোমলমতি প্রাণপ্রিয় শিক্ষার্থীদের শিক্ষক মন্ডলীর মুখোমুখি দাঁড় করানো আমাদের জন্য দূর্ভাগ্যজনক। সুতরাং শিক্ষার্থীদের সঠিক পথে রেখে শিক্ষকদের মর্যাদা অক্ষুন্ন রাখতে দেশের সকল শ্রেনী পেশার মানুষকে এগিয়ে আসার আহবান জানানো হয়।

আমরা বিশ্বাস করি; ছাত্রদের আন্দোলনের মাধ্যমে দেশে গণতন্ত্র পূণরুদ্ধারসহ একটি সুশৃংখল ও শান্তিময় অবস্থা বিরাজমান রয়েছে। আমরা তাদের অর্জনকে গভীর শ্রদ্ধা ও অভিনন্দন জ্ঞাপন করি। ইদানীং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নামে একটি মহল শিক্ষা প্রতিষ্ঠান সমূহে বিভিন্ন অজুহাতে বিশৃংখল পরিবেশ সৃষ্টি করে ছাত্র আন্দোলনের গৌরবোজ্জ্বল সফলতাকে ম্লান করে দিচ্ছে। আমরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দের প্রতি এ বিষয়ে সজাগ দৃষ্টি রাখার উদাত্ত আহবান জানাই।

সভায় শান্তি প্রিয় জগন্নাথপুর উপজেলার শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ, শিক্ষার সুষ্ঠু পরিবেশ এবং শিক্ষকদের মর্যাদা অক্ষুন্ন রাখার প্রায়াসে “শিক্ষক সমন্বয় পরিষদ, জগন্নাথপুর” এর কমিটি গঠন করা হয়।

হলিয়ারপাড়া জা. কা. সুন্নীয়া ফাজিল মাদরাসার অধ্যক্ষ ড. মাওলানা মঈনুল ইসলাম পারভেজকে আহবায়ক ও পাটলী ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুহাম্মদ নজির উদ্দিন আহমদকে যুগ্ম আহবায়ক করে ১০ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে।

কমিটির অন্যান্য সদস্যরা হলেন সফাত উল্লাহ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শব্বির আহমদ চৌধুরী, সৈয়দপুর সৈয়দিয়া শামছিয়া ফাজিল মাদরাসার অধ্যক্ষ ড. সৈয়দ রেজওয়ান আহমদ, শ্রীরামসি হাইস্কুল এণ্ড কলেজের অধ্যক্ষ মোঃ হাজের আলী, ইকড়ছই জামেয়া ইসলামিয়া সিনিয়র মাদরাসার অধ্যক্ষ মাওলানা সাইফুল ইসলাম, পাইলগাঁও বি এন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আব্দুল হালিম, চিলাউরা দারুসসুন্নাহ দাখিল মাদরাসার সুপার মাওলানা তাজুল ইসলাম আলফাজ, অরুণোদয় বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ নসির আলী, চরা জামেয়া ইসলামিয়া দাখিল মাদরাসা সুপার মাওলানা সালেহ আহমদ।

সভায় শাহারপাড়া উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মোঃ আতাউর রহমান, ইকড়ছই জামেয়া ইসলামিয়া সিনিয়র মাদরাসার অধ্যক্ষ মাওলানা সাইফুল ইসলাম, ষড়পল্লী উচ্চ বিদ্যালয়ের অধ্যক্ষ মোহাম্মদ হারুন অর রশীদ, পাড়ারগাঁও আইডিয়াল ষ্কুল এণ্ড কলেজের অধ্যক্ষ মুহাম্মদ সাইফুল ইসলাম, বালিকান্দি দাখিল মাদরাসার সুপার মাওলানা সোলায়মান হেকীম, মীরপুর পাবলিক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আমীর হামজা, আটপাড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এইচ, এম, আজমল,

রসুলগঞ্জ আব্দুল কাদির মেহেরুন্নেছা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ শামীম আহমদ, আব্দুস সোবহান উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মুখলেছুর রহমান, পীরেরগাঁও সুন্নীয়া দাখিল মাদরাসার সুপার মাওলানা নূরুল ইসলাম, গুলবাহার বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক পিন্টু রঞ্জন সরকার, এরালিয়া বাজার উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক দিবানন্দ কুমার দাস, রসুলপুর জামেয়া ইসলামিয়া দাখিল মাদরাসার সুপার মাওলানা তাজুল ইসলাম, পাইলগাঁও বিএন উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক পঙ্কজ কান্তি তালুকদার, হবিবপুর কেশবপুর ফাজিল মাদরাসার সহকারী শিক্ষক মাওলানা ফয়েজ উদ্দিন, আব্দুস সোবহান উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মাওলানা আকবর আলী প্রমূখ উপস্থিত ছিলেন।

সভা শেষে উপস্থিত নেতৃবৃন্দ জগন্নাথপুর উপজেলা নির্বাহী অফিসার মোঃ আল-বশিরুল ইসলামের সাথে উদ্ভুত পরিস্থিতি নিয়ে মতবিনিময় করেন। প্রেস বিজ্ঞাপ্তি

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরণের আরো খবর
  • © All rights reserved © 2024
Design and developed By: Syl Service BD