স্টাফ রিপোর্টারঃ-
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউনিয়নের চিলাউড়া উচ্চ বিদ্যালয়ের অর্থ আত্মসাৎকারী প্রধান শিক্ষকের অপসারণের দাবীতে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে।
রবিবার সকাল ১১ টায় চিলাউড়া গ্রামবাসীর আয়োজনে চিলাউড়া বাজারে এ প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধন পালন করা হয়।
মানববন্ধন শেষে প্রতিবাদ সমাবেশে শিক্ষানুরাগী রফিকুল ইসলাম তাজ এর পরিচালনায় বক্তব্য রাখেন বিশিষ্ট সমাজসেবক শিক্ষানুরাগী ডা: রাজা মিয়া, মো: ছায়াদ মিয়া, বিদ্যালয় ম্যানেজিং কমিটির সদস্য আখলুছ মিয়া, চিলাউড়া বাজার সভাপতি আব্দুল সালিক, মাওলানা সেরুজ্জামান, ইউনিয়ন পরিষদের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান বজলুর রহমান,
সাবেক ইউপি সদস্য আবু তাহের, বাবুল মাহমুদ, জামাল আহমদ, শিক্ষানুরাগী জম্মাত আলী, লেমন মিয়া, আব্দুল আলীম, সেলিম আহমদ, জাহাঙ্গীর আলম, আজির উদ্দিন, হাজি সেবুল মিয়া, গফ্ফার মিয়া, রুহেল মিয়া, ছবির খান, আঙ্গুর মিয়া, আব্দুল কাদির, হাজি আনোয়ার মিয়া, তাজুদ মিয়া, সাজন মিয়া।
বক্তারা বলেন, ১৯৭৭ সালে প্রতিষ্ঠা করা হয়। বর্তমানে বিদ্যালয়ের সুনাম গোটা উপজেলায় ছড়িয়ে পড়েছে। প্রধান শিক্ষক ২০২২সালে বিদ্যালয়ে যোগদানের পর থেকে বিভিন্ন অনিয়ম দুর্নীতির সাথে জড়িয়ে পড়েন।
তিনি বিদ্যালয়ের শিক্ষার্থীদের ভর্তির টাকা এবং বিভিন্ন খাতের টাকা আত্মসাত সহ মনগড়া বিদ্যালয় পরিচালনা করে আসছেন। প্রধান শিক্ষককে দ্রুত অপসারণসহ তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহনে গ্রামবাসী প্রশাসনের সুদৃষ্টি কামনা করেন। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: এমদাদুল হক জানান, আমার বিরুদ্ধে আনিত অভিযোগগুলো সঠিক নয়।