শাহ এসএম ফরিদ::
উজানের নেমে আসা পানিতে কুশিয়ারা নদীর তীরবর্তী এলাকায় বন্যায় পানিবন্দি হয় শতশত পরিবার। ধীরগতিতে পানি কমলেও বন্যার্ত মানুষের ভোগান্তির শেষ নেই। এসব পানিবন্দি মানুষের বিপদে পাশে দাড়ানোর প্রয়োজনিয়তা মনে করে তাহাদের সাহায্যের হাত বাড়িয়ে এগিয়ে আসছেন প্রবাসিরা। প্রাকৃতিক দুর্যোগে মানুষ পানিবন্দি হয়ে কষ্টে জীবনযাপন করছেন।
এই সময়ে বন্যার্ত মানুষের পাশে দাড়ানো কর্তব্য মনে করে সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার পাইলগাঁও ইউনিয়নের বন্যা কবলিত এলাকায় পানিবন্দি পরিবার গুলোর মধ্যে কদমতলা গ্রামের সমাজ সেবক আমেরিকা প্রবাসি জাহিদ উদ্দিন জিলুর পক্ষ থেকে নগদ অর্থ বিতরণ করা হয়েছে। বুধবার (২৬ জুন) পাইলগাঁও ইউনিয়নের স্বাধীন বাজার , পাইলগাঁও অনঙ্গমোহন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ও কুশিয়ারা উচ্চবিদ্যালয়, সোনাতলা সহ বিভিন্ন স্পটে বন্যা কবলিত তিন শতাধিক পরিবারের মধ্যে নগদ অর্থ বিতরণ করা হয়।
আমেরিকা প্রবাসি জাহিদ উদ্দিন জিলুর পক্ষ থেকে দায়িত্বে থাকা মাওলানা নুরুজ্জামান বলেন, আমাদের এলাকার মানুষ পানিবন্দি, এই বিপদের মধ্যে মানুষের পাশে দাড়ানো সকলের নৈতিক দায়িত্ব। আমেরিকা প্রবাসি জাহিদ উদ্দিন জিলু দরিদ্র অসহায় মানুষের সাহায্যে ব্যক্তিগত ফান্ড থেকে এই বন্যার্ত পরিবার গুলোকে সহযোগিতা করেন। অর্থ বিতরণের সময় পাইলগাঁও ইউনিয়ন পরিষদ সদস্য আবুল হোসেন, ডিড রাইটার শাহাজান, মাওলানা আশরাফুর রাহমান, মাওলানা রফি উদ্দিন রফু, মাওলানা জমশেদ আলী সহ এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।