বিশেষ প্রতিনিধি::
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার রানীগঞ্জ ইউনিয়নের দুইজন মো. জাহির মিয়া ও সামছুল ইসলাম ফেরদৌস এর উদ্যোগে পোষাক শিল্প, কারু শিল্প, গবাদী পশু পালনে তিন ব্যাচে মোট নব্বই জনকে যুব উন্নয়নের পক্ষ থেকে প্রশিক্ষনার্থীদের প্রশিক্ষণ শেষে সনদ প্রদান করা হয়েছে।
বুধবার (২৬ জুন) রানীগঞ্জ বাজার আলীম মাদ্রাসায় সনদ বিতরণ পূর্বক আলোচনা সভায় মো. জাহির মিয়ার সভাপতিত্বে ও প্রশিক্ষনার্থী মো. আফজাল হোসাইনের পরিচালনায় বক্তব্য রাখেন সামছুল ইসলাম ফেরদৌস, রানীগঞ্জ বাজারের ব্যবসায়ী হারিছ খাঁন, প্রশিক্ষনার্থী এমদাদুর রহমান, মৌলানা রেজাউল করিম, সাজ্জাক মিয়া, সেলিম উদ্দিন, রাহুল মিয়া, জুনেদ মিয়া, ডলি চৌধুরী, মোছা. জুনা বেগম, মোছা. রিনা বেগম, আরিফা বেগম, সীমা বেগম খাঁনম সহ আরো অনেকেই।