জগন্নাথপুর প্রতিনিধি
ব্র্যাক-এর উদ্যোগে “নিরাপদ অভিবাসন ও বিদেশ-ফেরতদের পুনরেকত্রীকরণ” শীর্ষক ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রাম, প্রত্যাশা-২ এর ইউনিয়ন কর্মশালা মঙ্গলবার ১৪ মে সকাল ১১ টায় সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর উপজেলার পাটলী
ইউনিয়ন পরিষদ অস্থায়ী কার্যালয়ে সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
প্রোগ্রাম অর্গানাইজার সরকারের সঞ্চালনায় ও ফেনারবাঁক ইউপি শচি কান্ত তালুকদারের সভাপতিত্বে কর্মশালার প্রধান অতিথি হিসেবে উদ্বোধন করেন জগন্নাথপুর উপজেলা পাটলী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আংগুর মিয়া,বিশেষ অতিথি ছিলেন নজরুল ইসলাম।
কর্মশালায় ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রাম বিষয়ক আলোচনা করেন ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রামের সেক্টর স্পেশালিষ্ট/ইকোনমিক রিইন্ট্রিগ্রেশন । এতে প্রোগ্রামের কার্যক্রম সম্পর্কে উপস্থিতদের অবগত করা হয়। কর্মশালায় জনপ্রতিনিধি, বিভিন্ন পেশাজীবী, সংবাদকর্মীবৃন্দ অংশগ্রহণ করেন।
আলোচনায় প্রবাসী কর্মীদের উপর ভয়াবহ নির্যাতন,লাঞ্ছনা,প্রতারণার বিষয়টি উল্লেখ করা হয়। এক্ষেত্রে শ্রম অভিবাসীদের সঠিক ভিসা, সঠিক মাধ্যম, কাজের ধরণ, যাচাই দকরে এবং প্রয়োজনীয় প্রশিক্ষণ নিয়ে বিদেশ যেতে উদ্বুদ্ধ করা হয়।
ইউরোপীয়ান ইউনিয়ন ও ব্র্যাকের অর্থায়ন এবং অংশীদারিত্বে প্রকল্পটি বাস্তবায়িত হচ্ছে।।