জগন্নাথপুরের খবর ডেক্সঃ
সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর থানার পুলিশ কর্তৃক দস্যূতা মামলার ঘটনার সহিত জড়িত ব্যক্তিকে ও আইনের সহিত সংঘাতে জড়িত এক জন শিশু গ্রেফতার
গত ২৭/০৪/২০২৪খ্রি. তারিখ সন্ধ্যা অনুমান ০৬.০০ ঘটিকার সময় মো: রামিম আহমদ(১৬), পিতা-মো: উকিল আলী, সাং- গন্ধর্বপুর, থানা-জগন্নাথপুর, জেলা-সুনামগঞ্জ এর ভাড়ায় ব্যাটারি চালিত অটোরিক্সাটি নিয়ে জগন্নাথপুর থানাধীন কলকলিয়া ইউনিয়নের কলকলিয়া বাজার থেকে অজ্ঞাতনামা ৩ জন যাত্রী রিজার্ভ নিয়ে রানীগঞ্জ ইউনিয়ন এলাকার উদ্দেশ্যে রওনা হয়। ঐদিন অনুমান ০৭.৩০ ঘটিকার সময় রানীগঞ্জ ইউনিয়নের গন্ধর্বপুর সাকিনস্থ মরহুম হাজী ইছাকুর রহমানের বসত বাড়ির পাশে পশ্চিমের রাস্তার উপর পৌছলে সেখানে ১ জন লোক দাড়িয়ে থাকা অবস্থায় দেখতে পেয়ে গাড়িতে থাকা ৩ জন যাত্রী তাকে গাড়ি থামাতে বলে। তখন অটোরিক্সার চালাক মোঃ রামিম আহমদ (১৬) গাড়িটি থামানোর সাথে সাথেই রাস্তায় দাড়িয়ে থাকা ১জন লোক এবং গাড়িতে থাকা ৩ জন লোক তাদের হাতে থাকা ধারালো চাকু বের করে মো: রামিম আহমদের গলায় ধরে ভয় দেখিয়ে তাকে গাড়ি থেকে জোরপূর্বক নামিয়ে তার হাত পা বেঁধে তাকে এলোপাতাড়ি মারপিট করে মৃত্যুর ভয় দেখিয়ে তাকে রাস্তার পাশে ফেলে দেয় এবং চিৎকার করতে নিষেধ করে। তখন অটোরিক্সার চালক মোঃ রামিম আহমদ (১৬) ভয়ে চুপ থাকার সুবাধে অজ্ঞাতনামা ৪জন আসামী ব্যাটারি চালিত অটোরিক্সাটি জোরপূর্বক ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়।উল্লেখিত ঘটনার বিষয়ে জনৈক একতার আলী লিটন(৩৯), পিতা-মৃত রইছ আলী, সাং-সাংগিরগাঁও, ১ নং কলকলিয়া ইউনিয়নের বাদী হইয়া অজ্ঞাতনামা আসামীর বিরুদ্ধে এজাহার দায়ের করিলে জগন্নাথপুর থানার মামলা নং-১, তারিখ- ০১/০৫/২০২৪ খ্রিঃ, ধারা- ৩৯৪ পেনাল কোড। মামলাটি রুজু হওয়ার পর মামলার তদন্তকারী কর্মরকর্তা এসআই(নিঃ)/জিয়া উদ্দিন মামলা তদন্তকালে আসামীদের সনাক্ত করেন এবং জগন্নাথপুর থানা এলাকা সহ আশপাশ এলাকায় অভিযান পরিচালনা করে আসামী ১. মোঃ আলেক মিয়া (২২), পিতা- মৃত আরিফ উল্লাহ, সাং- গন্ধর্বপুর, থানা- জগন্নাথপুর, জেলা- সুনামগঞ্জ করেন এবং আইনের সহিত সংঘাতে জড়িত ০১ শিশুকে নিজ হেফাজতে গ্রহণ করেন। আসামী ১. মোঃ আলেক মিয়া (২২), পিতা- মৃত আরিফ উল্লাহ, সাং- গন্ধর্বপুর, থানা- জগন্নাথপুর, জেলা- সুনামগঞ্জ এর স্বীকারোক্তি মতে আইনের সহিত সংঘাতে জড়িত শিশুর হেফাজতে হইতে ছিনতাইকৃত একটি ব্যাটারীচালিত অটোরিক্সা উদ্ধার করেন। গ্রেফতারকৃত আসামী ১. মোঃ আলেক মিয়া (২২), পিতা- মৃত আরিফ উল্লাহ, সাং- গন্ধর্বপুর, থানা- জগন্নাথপুর, জেলা- সুনামগঞ্জ এবং আইনের সহিত সংঘাতে জড়িত শিশুকে প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদ শেষে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হইয়াছে। ঘটনার সহিত জড়িত অপরাপর আসামীদের গ্রেফতারে পুলিশি অভিযান অব্যাহত আছে। মামলাটি তদন্তাধীন আছে।
জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ আমিনুর ইসলাম সত্যতা স্বীকার করে বলেন আসামীদের সুনামগঞ্জ আদালতে পাঠানো হয়েছে।