বিশেষ প্রতিনিধি::
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার পাটলী ইউনিয়নের রসুলগন্জবাজারের মক্রমপুর সুপার মার্কেটের ২য় তলায় ১৪ রমজান ২৫ মার্চ সোমবার ইসলামী সমাজ কল্যাণ পরিষদের আয়োজনে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
ইসলামী সমাজ কল্যাণ পরিষদের সভাপতি মোহাম্মদ আবুল হাসান চৌধুরীর সভাপতিত্বে ও সাংবাদিক তইবুর রহমানের পরিচালনায় রমজানের তাৎপর্য, মুসলিম উম্মার করণীয়, কোরআন হাদিসেরআলোকে মানবজাতির জীবন পরিচালনার উপর গুরুত্বারোপ করে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন মাওলানা লুৎফুর রহমান, মুহাম্মদ জামাল উদ্দিন বেলাল, মাওলানা হোসাইন আহমদ,মাওলানা আতিকুর রহমান মামুন,সমাজ সেবক রিয়াজ উদ্দিন রাজু,ব্যবসায়ী ফজর আলী,ফান্স প্রবাসী শাহিন আলম, আহমদ প্রমুখ।
আলোচনা সভা ও ইফতার মাহফিলে ইসলামী ব্যাংক রসুলগন্জবাজার আউটলেটের ইনচার্জ কয়েস মামুম,কিশোরকন্ঠ পাঠক ফোরামের জগন্নাথপুর উপজেলা উত্তরের আহবায়ক শাহিনুর রহমান, ইসলামী ব্যাংক কর্মকর্তা আল আমিনসহ পরিষদ সদস্যবৃন্দ বিভিন্ন স্কুল কলেজ মাদরাসার ছাত্র , ব্যবসায়ি, পেশাজীবি, শ্রমজীবি, সামাজিক ও রাজনৈতিক নেতৃবৃন্দ, এলাকার দেড় শতাধিক রোজাদার মুসল্লী উপস্থিত ছিলেন। মাহফিলে ইসলামী সংগীত পরিবেশন করেন সমাজসেবী আলিম উদ্দিন। পরে মুসলিম উম্মার শান্তি সমৃদ্ধি ও সার্বিক কল্যাণ কামনা করে মোনাজাত করেন মুফতি মাওলানা লুৎফর রহমান।